চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মঙ্গলবার বেলা ১টার দিকে বজ্রপাতে আব্দুল মালেক (১২) নামের এক কিশোর মারা গেছে। বেলা দেড়টায় তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান জানান, দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল