৩৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
সোমবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ রাস্তার ওপর থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে এসব শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা কালিগঞ্জ পাকা রাস্তার ওপর ওৎ পেতে থাকে।
পরে রাত ২টার দিকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক আটক করে তল্লাশি করা হয়। ওই ট্রাক থেকে ৩৮৫টি ভারতীয় উন্নতমানের শাড়ি ও ৩৩২টি ভারতীয় থ্রিপিস জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ৩৫ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান