সম্প্রতি রাঙামাটিতে বেড়েছে গণডাকাতির ঘটনা। একইসাথে বৃদ্ধি পেয়েছে চাঁদার দাবিতে গাড়ি ও মালামাল পুড়িয়ে দেওয়ার মত ঘটনাও। এলাকায় দেখা দিয়েছে চরম আতঙ্ক। বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি জোড়দার করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ০৩ মে (বুধবার) রাত সাড়ে এগারটার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় রমেশ ত্রিপুরার নেতৃত্বে ১০/১২ জনের একটি ডাকাত দল অস্ত্র নিয়ে ব্যারিকেট দিয়ে গাড়ি থামিয়ে চালকে মারধর করে ৬টি ট্রাক, ৪টি সিএনজি ও ২টি মোটরসাইকেল থেকে গণডাকাতি করে। এসময় যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা সোনা,মোবাইল ও গাড়ির মালামাল লুটপাট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনার পর রাঙামাটি ট্রাক সমিতির সভাপতি রুহুল আমীন ডাকাতদের বিরুদ্ধে মামলা করে। পাশাপাশি রাঙামাটিতে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে পরিবহন মালিক সমিতি।
এরপর প্রশাসনের পক্ষ থেকে শুরু করা গোপন তদন্ত। তবে এসব চিহ্নিত ডাকাতদের আটক করতে পুলিশের খুব একটা কষ্ট হয়নি বলে জানালেন, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শহীদুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে এমন ঘটনা বিরল। যেখানে ডাকাতি ঘটনা ঘটার সাথে সাথে আসামিদের আটক করা হয়। এটা শুধু রাঙামাটিতে সম্ভব হয়েছে। ডাকাতি ঘটনার খবর পাওয়া পর তদন্তে নামে রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা মো.আব্দুর রশিদ। তার নেতৃত্বে আটক করা হয় ডাকাত দলের প্রাধন আসামি রমেশ ত্রিপুরা (২৮) কে। তার বাড়ি রাঙামাটি শহরের গর্জনতলী এলাকায়। রমেশের দেওয়া তথ্যমতে গ্রেফতার করা হয় আরও দুই ডাকাতকে। তারা হলেন- কলাধন চাকমা (৩০)। সে সাপছড়ি এলাকার বাসিন্দা। অপরজন নিউটন চাকমা (৩২)। সে বালুখালী ইউনিয়নের ধনপাতা গ্রামেরবাসিন্দা। আটকের পর তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৭ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।
এব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুর রশিদ জানান, ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়ার পর পরআমরা সম্ভব্য স্থানে অভিযান শুরু করি। প্রথম অভিযানে রমেশ ত্রিপুরাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলাসহ ৬টি মামলা রয়েছে। এরপর আটক করা হয় কলাধন চাকমাকে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলাসহ ৩টি মামলা রয়েছে। সর্বশেষ আটক করা হয় নিউটন চাকমাকে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ৩টিমামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা করা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে বাকি অভিযুক্ত ডাকাতদের ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৭/ওয়াসিফ