নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া এলাকাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম রেজিয়া বেগম (৬৫)। সে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া এলাকার মৃত মনসুর আলী মাতব্বরের স্ত্রী।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, রেজিয়া বেগমের এক ছেলে নুরু মিয়া (৪২) মানসিক বিকারগ্রস্থ ও মৃগীরোগী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় হঠাৎ ঘরের ভেতরে সে ধারালো বটি ও ছুড়ি দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ছেলে নুরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল