সমুদ্র সৈকতে সাধারণত ঘুরতে,আনন্দ, হই হুল্লো করতেই যায় মানুষ। তবে ৪০ জনের এক দল স্বেচ্ছাসেবী চট্টগ্রামের পারকি সৈকতে আনন্দ হই হুল্লোর করেছেন ঠিকই কিন্তু তাদের পন্থাটা ছিল ভিন্ন। চট্টগ্রামের অপূর্ব প্রাকৃতিক লীলাভুমি আনোয়ারার পারকি সমুদ্র সৈকতের আবর্জনার স্তূপকে পরিষ্কার করে সৈকতের আসল রূপ ফিরিয়ে এনেছেন তারা।
সোমবার সেচ্ছাসেবী এ দলটি সৈকতে গেয়েই নেমে পড়েন পরিচ্ছন্নতার এই অভিনব কর্মযজ্ঞে। আবর্জনার স্তুপে অনেকটা ‘ডাস্টবিন’ হয়ে পড়া সৈকতকে ফের পূরনো রূপে ফিরে আনতে পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েন তারা। তাদের কয়েক ঘন্টার কর্মযজ্ঞে পারকি হয়ে যায় চকচকে, ঝকঝকে। এ সময় সেচ্ছাসেবকরা পারকি থেকে অপসারণ করেন প্রায় ৪শ’ কেজি আবর্জনা।
সেচ্ছাসেবীরা সবাই চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু'র চিটাগাং বে ভিউ’র কর্মকর্তা কর্মচারী।
সৈকত পরিছন্ন অভিযান পরিচালনার পর রেডিসন ব্লু'র জেনারেল ম্যানেজার রবিন এডওয়ার্ডস বলেন, সৈকতে আবর্জনা নিক্ষেপের ফলে সৌন্দর্য্য বিনষ্ট হয়ে পড়েছে। আবর্জনায় কারণে সৈকতের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। কার্লসন রেজিডর একটি কর্পোরেট কোম্পানি হিসেবে সামাজিক দায়বদ্ধতায় দৃঢ় প্রতিজ্ঞ। এ দায়বদ্ধতা থেকে পারকি সৈকতে পরিছন্ন অভিযান চালানো হয়েছে।
রেডিসন ব্লু'র চিটাগাং বে ভিউ’র সহকারি পরিচালক তাখরিন খান বলেন, ‘পরিচ্ছন্ন অভিযানে হোটেলের ৪০ জন কর্মকর্তা কর্মচারী অংশ নিয়েছেন। এ ধরণের অভিনব পরিচ্ছন্ন অভিযানে অংশ নিতে পেরে সবাই খুবই উৎফুল্ল।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান