দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী মোড় নামক স্থানে ঘটেছে।
স্থানীয়রা জানায়, চিরিরবন্দর উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস ও সাধারণ সম্পাদক সোলেমান আলী গ্রুপের সাথে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরেফিন শাহ্ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়।
আহতরা হলেন, চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান আলী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরেফিন শাহ্, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক নুরল আমিন শাহ্, যুবলীগ সদস্য বকুল আহম্মেদ, পিযুষ দাস।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা তাদের দলীয় ব্যাপার।
উল্লেখ্য, গত ৪ মে উপজেলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান আলীর স্ত্রীকে মারপিটের ঘটনায় চিরিরবন্দর থানায় বিপক্ষ গ্রুপের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এ মামলার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল