বরিশালের বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।গত সোমবার থেকে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় ওই রাস্তা নির্মান কাজ শুরু করেন। রাস্তাটি নির্মিত হলে কেদারপুরের সাথে প্রত্যন্ত বিলেরখাল গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।
স্থানীয়রা জানায়, কেদারপুর ইউনিয়ন সদর থেকে বিলেরখাল গ্রাম হয়ে ফরিদগঞ্জ মাদ্রাসা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পথ। পায়ে হাঁটার কোনো রাস্তা ছিল না। কৃষি জমির পাশ দিয়ে কিংবা দুই জমির মধ্যবর্তী আইল মারিয়ে আশপাশের গ্রামের কয়েক হাজার নারী-পুরুষসহ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা সদরে যাতায়াত করতো।
স্থানীয় ইউপি সদস্য মো. রোকনুজ্জামান জানান, শীতকালে গ্রামবাসী ওই ১ কিলোমিটার এলাকা কৃষি জমির আইল দিয়ে যাতায়াত করলেও বর্ষা মৌসুমে তাদের নৌকায় কিংবা কখনও পানিতে ভিজে প্রতিদিন যাতায়াত করতে হতো। বিশেষ করে ফরিদগঞ্জ বহুমূখী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। গ্রামবাসীদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি।
অবশেষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম সম্পাদক কামাল হোসেন ও স্থানীয় সমাজ সেবক হাসানুজ্জামান খোকনের আহবানে সাড়া দিয়ে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। রাস্তা তৈরির জমিও দিয়েছেন গ্রামবাসী।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান