লক্ষ্মীপুরের মান্দারী এলাকায় পাওয়ার ট্রলির ধাক্কায় আবুল হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় ওই মোটরসাইকেলে থাকা রিপন নামের আরো এক ছাত্র আহত হন। মঙ্গলবার দুপুরে মান্দারী টু আমিন বাজার সড়কের সিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন স্থানীয় মোহাম্মদ নগর গ্রামের সিদ্দিক উল্যাহর ছেলে। সে মান্দারী ইসলামীয়া মডেল আলীম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে আবুল হোসেন ও রিপন বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী তারা দুইজনই মারাত্মকভাবে আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নোয়াখালী নেওয়ার পথে আবুল হোসেন মারা যায়। অপর আহত রিপনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে পুলিশ।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল