বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে বেশকিছু ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয় । আটককৃতরা হলো- আশিক হোসেন খান, শাহ আলম, সিদ্দিক হাওলাদার, মামুন হাওলাদার ও রবিউল ইসলাম।
গতকাল মঙ্গলবার ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, গত সোমবার রাতে নগরীর ফকিরবাড়ি রোড রাখাল বাবুর পুকুর সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে আশিক হোসেন খানকে দুই শ’ পিস ইয়াবা সহ আটক করা হয়।
পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী মাদক বিক্রেতা শাহ আলমের বাসায় অভিযান চালিয়ে মাদক বিক্রির এক লাখ ৮০ হাজার টাকা ও পাঁচটি মুঠোফোনসহ শাহ আলম ও তার সহযোগী সিদ্দিককে আটক করা হয়। শাহ আলমের দেয়া তথ্য মতে হাসপাতাল রোডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিল, ২০ পিস ইয়াবা এবং ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই রাতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল হাটখোলার হকার্স মার্কেটের সামনে থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ মামুন হাওলাদার ও কাউনিয়া বিসিক এলাকা থেকে ১০ পিস ইয়াবা সহ রবিউল ইসলামকে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান