ঝিনাইদহ সদরের লেবুতলা ও মহেশপুরের বজরাপুর গ্রামের দুই জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে ঝিনাইদহ সদরের লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতারকৃত মৃত শরাফত হোসেনের ছেলে হুসাঈন মোহাম্মদ শামীম এবং মহেশপুরের বজরাপুর গ্রামের জহুরুল ইসলাম ও তার ছেলে জসীম উদ্দিন নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে পুলিশের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, রোববার মহেশপুরের বজরাপুর গ্রামের হটাৎপাড়া ও সোমবার সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশও ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। মহেশপুরে নিহত হয় দুই জঙ্গি, গ্রেফতার করা হয় বাড়ির মালিক জহুরুল ইসলাম ও তার ছেলে জসিম উদ্দিনকে।
এদিকে সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার করা হয় নব্য জেএমবির সদস্য শামীমকে। গ্রেফতারকৃতদের আজ বিকালে আদালতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান