পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ কর্মী অভি গাজী হত্যায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে পায়রাবন্দর-লোন্দা সড়কে ভাড়াটে হোন্ডাচালক ও অটোচালকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এ সময় বিক্ষুব্ধ অবরোধকারীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালায়। মঙ্গলবার সকাল থেকে উপজেলার লোন্দা এবং পায়রা বন্দর সড়কে এ কর্মসূচি পালন করে।
ভাড়াটে হোন্ডা চালক রাজু শিকদার জানান, যতদিন পর্যন্ত অভি হত্যাকারীদের গ্রেফতার করা না হবে ততদিন এ আন্দোলন চালবে। অটো রিক্সাচালক মো.আরিফও একই দাবির কথা জানালেন।
উল্লেখ্য পহেলা মে সন্ধ্যায় কলাপাড়া পৌরশহরের সিকদার সড়কের কালভার্ট এলাকায় অভি গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল