পটুয়াখালীর কলাপাড়ায় শিশু ও মানব পাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।
কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি) আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসডিএর নির্বাহী পরিচালক এনায়েত হোসেন, অধ্যক্ষ আবু সাঈদ, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, ইমাম প্রভাষক মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল