ঝিনাইদহের কালীগঞ্জ ও হরিণাকুন্ডু উপজেলায় বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-হরিণাকুন্ডু উপজেলার পোতলাডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে মিরাজ হোসেন (৫০) ও আমের চারা গ্রামের ইমদাদুল হকের ছেলে মো. আমানুল্লাহ(৪০) এবং কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের শফিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৪৫)।
হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, বিকালে হরিণাকুন্ডু উপজেলার পোতলাডাঙ্গা গ্রামের বলেদাড়ীর মাঠে কৃষি কাজ করছিলেন মিরাজ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মিরাজ। এছাড়া আমের চারা গ্রামের আমানুল্লাহ বাড়ির মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে গা ঝলসে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে আঞ্জুয়ারার ছোট ভাই শরীফ হোসেন জানান, বিকালে কালীগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাড়িতে ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত ছিলেন আঞ্জুয়ারা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান