বরিশালের উজিরপুর উপজেলা সদরের আলহাজ্ব বিএন খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহিমকে দণ্ডবিধির ৩টি পৃথক ধারায় ১২ বছর কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেয়া হয়েছে। বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক মঙ্গলবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
সাবেক অধ্যক্ষ আব্দুর রহিম উজিরপুরের ডহরপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে।
আদালত সূত্র জানায়, ১৯৮৬ সালের মার্চ থেকে ১৯৮৭ সালের ফেব্রুয়ারী পর্যন্ত প্রভাষক আলতাফ হোসেন, মতিউর রহমান ও শেখ আব্দুল জব্বার, প্রদর্শক হাফিজুর রহমান এবং কর্মচারী সেলিম সিকদার ও ফিরোজা খাতুনের নামে ভূয়া কাগজপত্র তৈরী করে সরকারি বরাদ্দের ৬০ হাজার ৯৭০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন তৎকালীন এই অধ্যক্ষ। এ ঘটনায় ২০০৯ সালের ২৩ জানুয়ারী বরিশাল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আলতাফ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১১ সালের ১৫ আগস্ট তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী সাবেক অধ্যক্ষ রহিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল