সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে আবু সায়ীদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খোলপেটুয়া নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহত আবু সায়ীদ উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঝাপালী গ্রামের আবুল বাশারের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, আবু সায়ীদ শখের বশে জেলেদের নৌকায় মাছ ধরতে গিয়েছিল। সন্ধ্যায় হঠাৎ করে ঝড় উঠলে নৌকা তীরের ভেড়ার সময় আকস্মিক ডুবে যায়। এ সময় অন্যরা সাতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে আবু সায়ীদের মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঘবর পেয়ে সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব