ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শীতলপুরে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে একটি ট্রাকের ধাক্কায় ওই পথচারী রাস্তায় পড়ে যান। এরপর ঢাকামুখী আরেকটি ট্রাকের চাকায় তিনি পিষ্ট হন। ওই ট্রাকটি টেনে-হেঁচড়ে তাকে অন্তত ১৫-২০ ফুট দূরে নিয়ে যায়।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ পাঠান জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল