সকালে ছুটি নিলেন বগুড়ার সারিয়াকান্দি থানার এসআই নয়ন কুমার, আর বিকালে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আদালত। বগুড়ার সারিয়াকান্দিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স সন্দেহে শিহাব উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় মঙ্গলবার সন্ধ্যায় জুডিশিয়াল তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তৃতীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হান এ পরোয়ানা জারি করেন। এছাড়াও তিনি সারিয়াকান্দি থানার ওসিকে পরোয়ানা তামিলের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, চলতি বছরের ৪ মার্চ রাতে বগুড়ার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি মাঠে ডিবি পুলিশের সোর্স সন্দেহে শিহাবকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় শিহাবের বাবা গোসাইবাড়ির সাইফুল ইসলাম ১২ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হানের আদালতে এসআই নয়নসহ ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন। বিচারক শুনানি শেষে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীব ১৭ মার্চ সারিয়াকান্দিতে সরেজমিন তদন্ত করেন। এরপর তিনি গত ৩ মে বগুড়ার তৃতীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার তদন্ত রিপোর্ট দাখিল করেন। তদন্ত রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, থানার এসআই নয়ন কুমারসহ চার আসামির বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত মঙ্গলবার ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়াও পরোয়ানা তামিল করতে সারিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন সারিয়াকান্দি থানার এসআই নয়ন কুমার, আন্দরবাড়ির শাহাদুল হোসেন ও মোত্তালেব এবং মন্ডলবাড়ি গ্রামের আপেল মিয়া।
বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিনি আদালতের নির্দেশের কথা শুনেছেন। এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো কাগজ হাতে পাননি। পেলে নির্দেশ পালন করবেন। তিনি আরও জানান, এসআই নয়ন মঙ্গলবার সকাল থেকে ছুটি নিয়েছেন।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব