হবিগঞ্জের নবীগঞ্জে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (১৫) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় আরো ৬ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টার দিকে ঘটে।
সুত্রে জানাযায়, সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামের ফয়জুল্লাহর একটি ষাঁড় গোচারণ ভূমিতে বাধা অবস্থায় একই গ্রামের আব্দুল খালেকের ছেলে তার আরেকটি ষাঁড় নিয়ে লড়াই শুরু করে। এ খবর পেয়ে ষাড়ের মালিক ফয়জুল্লাহর লোকেরা এসে বাধা দেয়। এ সময় এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। আজ বুধবার সকাল ১০ টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্কুলছাত্র সুজাত মিয়াসহ কয়েকজ আহত হন। গুরুতর আহত অবস্থায় সুজাত মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে জড়িত ৩জন কে গ্রেফতার করা হয়েছে।