স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া সংসদ নির্বাচনের দাবি করছেন। নির্বাচন হবে-তবে ২০১৯ সালের একদিন আগেও হবে না। আর নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই।
বুধবার দুপুরে কাজিপুর সদর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে বন্যা, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের কল্যাণ ও দুঃখী মানুষের সেবার জন্য। উন্নয়নের কথা বলে জনগণের সাথে প্রতারণা করার জন্য নয়।
মোহাম্মদ নাসিম আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ ও আর্থ-সামাজিক উন্নয়ন মূলক কাজে অধিক আন্তরিক হওয়ায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজাম্মেল হক বকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ও কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান। পরে তিনি একশ পরিবারের মাঝে নগদ ৫ লাখ টাকা ও ২শ’ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন।