নেত্রকোনার মদনে ত্রানের তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে মদন থানার দুই এএসআই আহত হন।
বুধবার সন্ধ্যার পূর্বে জেলার মদন উপজেলার মদন ইউনিয়নে দক্ষিণ পাড়ায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থলে পৌঁছালেও তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরতর আহত মনি (২৮), রফিকুল (৩২), রিফাত (১২) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৭ মে মদন দক্ষিণ পাড়ার ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়ার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভিজিএফ কার্ডে নামের তালিকায় অনিয়মের অভিযোগ উঠে। একই ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আওয়ালসহ আরো কয়েকজন এ অভিযোগ তুলে উপজেলা নিবার্হী অফিসারের বরাবর লিখিত দেন। এরই জের ধরে বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য এ এস আই হানিফসহ ২৫ জন আহত হয়। গুরুতর ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। বাকীদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহত তবুজ (৫৪), শামীম (৩২), সনি (২২) শফিকুল (২৮), ফুলচান(৪৪), কাঞ্চন (৫০), নূর মিয়া (৫৫), ছোটন (৩৫), জলিল (৫৫), আওয়াল (৩২), আলীনূর (৩২), পাইলট (৩২), আনোয়ার (১৮), এরশাদ (৩২) সাইদুর (৪৫), আকবর (২৮), নান্টু (৪০), খাইরুল (৩০), জলিল (৪৫) কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এএসআই হানিফ ও আকরাম বলেন সংঘর্ষের খবর পেয়ে আমিসহ আরো ৪ পুলিশ কর্মকর্তা ঘটনা স্থলে যাই। কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।
এ ব্যাপারে মদন থানার ওসি মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ সংঘর্ষ থামাতে গেলে এএসআই হানিফ ও আকরাম আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।