ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অজ্ঞাতপরিচয় (১৮) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুণ্ডা মহিষবেড় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাসিরনগর থানার একদল পুলিশ মামলার আসামি ধরতে মহিষবেড় গ্রামে যায়। ফেরার পথে মহিষবেড় রাস্তার পাশে ওই তরুণীর মরদেহ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, কালো বোরখা পরিহিত ওই তরুণীর দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/হিমেল