বিশ্ব মা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে র্যালি বের করে।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার ফরিদা পারভিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি), কল্যাণ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা আখতার প্রমুখ।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/হিমেল