মাঠের ধান ঘরে তুলতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূণর্ভবা নদীর উপর তৈরি করা হয়েছে বাঁশের সেতু।
গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের কুজইন বিলের প্রায় ৭০০ হেক্টর জমির বোরো ধান ঘরে তুলতে গত বৃহস্পতিবার এ বাঁশের সেতুটি তৈরি করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা প্রশাসন ও রাধানগর ইউনিয়নের সহযোগিতায় এলাকাবাসী এ সেতুটি নির্মাণ করে। নদীটির কোন ব্রীজ না থাকায় মাঠের ধান ঘরে তুলতে জীবনের ঝুকি নিয়ে বাঁশের তৈরি সেতু দিয়ে পারাপার শুরু করেছে এলাকাবাসী। কারও কোন ক্ষয় ক্ষতি না হয় সেজন্য ব্রীজটি সার্বক্ষনিক পর্যবেক্ষণ করছেন রাধারনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ।
গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন জানান, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ডুবে যাওয়া ধানগুলো যেন কৃষক ঘরে তুলতে পারে সে জন্য অস্থায়ীভাবে সেতুটি তৈরি করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল উজান থেকে নেমে আসা ঢলে পূণর্ভবা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ওই মাঠের প্রায় ৩৫০ হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যায়।