লালমনিরহাটের হাতীবান্ধায় পানিতে ডুবে জান্নাতুল আক্তার (১৪ মাস) ও সুক্তা আক্তার (১৬ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের ২নং ওয়ার্ডে সাহদাত আলমের ১৪ মাস বয়সী শিশু কন্যা জান্নাতুল আক্তার ও শফিকুল ইসলামের ১৬ মাস বয়সী শিশু কন্যা সুক্তা আক্তার।
এলাকাবাসী জানায়, ঠ্যাংঝাড়া গ্রামের জান্নাতুল ও সুক্তা বাড়ির পাশে উঠানে খেলা করছিল। এ সময় হঠাৎ বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা ডোবার পানিতে তারা পড়ে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৭/মাহবুব