“টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনস্বীকার্য” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস ও ফ্লোরেন্স নাইটিংগেল’র ১৯৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, জন্ম দিনের কেক কাটা, ফ্লোরেন্স নাইটিংগেল’র জীবনী পাঠ ইত্যাদি।
রবিবার সকাল ৯টায় দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও হিরা লাল পালের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট ডা. মো. ওয়াহেদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ সোহেল রানা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। ফ্লোরেন্স নাইটিংগেল’র জীবনী পাঠ করেন সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী বেগম শিল্পী।
এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন ইনস্টিটিউট অব নার্সিং সাইন্স, আনোয়ারা ম্যাটস, গ্রীনলীফ নার্সিং ইনস্টিটিউটসহ অন্যান্য নার্সিং ইনস্টিটিউট আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উল্লেখ্য, ১৮২০ সালের ১২মে ইতালীর ফ্লোরেন্স নামক শহরে ফ্লোরেন্স নাইটিংগেল জন্মগ্রহণ করেন ও ১৯১০ সালের ১ আগষ্ট ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এ বছর ১২ মে পবিত্র শবেবরাতের ছুটি থাকায় ১৪ মে দিবসটি পালন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ