সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) রবিন্দ্রনাথ দাশ ও কালিগঞ্জ জোনাল অফিসের পরিচালক, কতিপয় দালাল ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতি ও অর্থ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে এলাকাবাসী ও গ্রাহকদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সমাবেশ থেকে জি এম রবিন্দ্রনাথ দাশের অপসার দাবী করা হয়।
আজ রবিবার বেলা ১২টার সময় কালিগঞ্জ উপজেলা চৌরাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসষ্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন শত শত এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটার জেনারেল ম্যানেজার রবিন্দ্রনাথ দাশ দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে গ্রাহকদের নিকট থেকে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের পরিচালক ও কিছু অসাধু কর্মচারীদের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়া ঘন ঘন লোডশেডিং এর মাধ্যমে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। অবিলম্বে বক্তরা জিএম রবিন্দ্রনাথ দাশের অপসারনসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জিএম মাহতাব উদ্দীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মূখার্জী, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক ফাতেমা ইসলাম রিক্তা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৭/ ই জাহান