সাতক্ষীরা জেলার কলারোয়ায় শান্তিরামকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। রবিবার বেলা তিনটার দিকে উপজেলার (কলারোয়া-দমদম রোড) খাসপুর যাত্রী ছাউনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শ্রী গনেশ চন্দ্র (৩৫) উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৃত অজিত কুমার ওরফে ভোলা বেলীর ছেলে। তার বিরুদ্ধে কলারোয়া থানায় হত্যা মামলা রয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গনেশ চন্দ্রকে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে তার নিজ এলাকার মৃত ননী গোপাল বিশ্বাসের ছেলে শান্তিরাম বিশ্বাস (৫০)কে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় [নং-৩২(০৫)১৭] গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে প্রেরণ করা হবে। এ মামলায় অজ্ঞাত আরো পাঁচ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী নিহত শান্তিরাম বিশ্বাসের স্ত্রী পূর্ণিমা রানী।
নিহত শান্তিরামের স্ত্রী পূর্ণিমা রানী জানিয়েছেন, তার স্বামী সোনাবাড়ীয়া বাজারে নাপিতের কাজ করলেও প্রতিবেশী স্বর্ণকার কলারোয়া বাজারের চৌরাস্তায় অবস্থিত মনিমালা জুয়েলার্সের মালিক গণেশের সাথে সুদের কারবার করতেন। সে কারণে তার সাথে অনেক বড় অংকের টাকার লেনদেন হতো। অনেক ব্যক্তি সুদে টাকা খাটানোর জন্য তার স্বামীর কাছে টাকা দিতেন আর সেই টাকা তার স্বামী গণেশের কাছে তুলে দিতেন। এভাবে তাদের মধ্যে কয়েক কোটি টাকার লেনদেন ছিল। আর এই টাকার লেনদেনকে কেন্দ্র করেই গত ১৭/০১/১৭ তারিখে আমার স্বামীকে গণেশ এবং তার সহযোগীরা পিঠমোড়া দিয়ে দুই হাত বেঁধে এবং গলায় গামছা পেঁচিয়ে জোর পূর্বক বিষপান করিয়ে হত্যা করেছে। স্বামীকে হত্যা করা হলে পরদিন আমি থানায় মামলা দায়ের করতে গেলে থানায় মামলা নেওয়া হয়নি। অবশেষে রবিবার (১৪/০৫/১৭) কলারোয়া থানা পুলিশ মামলা গ্রহণ করে।
উল্লেখ্য; ২০১৭ সালের ১৭ জানুয়ারী’ সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার ঝাপাঘাট এলাকার জনৈক বাশারের বাঁশ বাগানের পাশে ইসহাকের ফসলী জমিতে শান্তিরাম বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। একই এলাকার আফিল উদ্দীন নামের এক ব্যক্তি মাঠে যাওয়ার সময় তাকে দেখতে পান। এ সময় তিনি পাশে কর্মরত আকবরকে ডেকে নিয়ে ঐ ব্যক্তির পাশে গিয়ে একটি বিষের বোতল ও দুই হাত বাঁধা অবস্থায় গলায় প্যাঁচানো একটি নতুন গামছা দেখতে পান। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় সকাল ১০টা ০৫ মিনিটে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৭/ ই জাহান