ঝালকাঠির জেলার কাঠালিয়ায় আবদুল্লাহ (৬) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ উপজেলার পূর্ব পাটিখালঘাটা গ্রামের শাহআলম হাওলাদারের একমাত্র ছেলে।
রবিবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয় সে। পরে ওই শিশুকে বহু খোজাখুজির পর বেলা ১১টার সময় ঘরের পার্শ্বের ডোবায় তার লাঁশ ভাসতে দেখে স্বজনরা।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল প্রেরণ করেন। শিশুর মা রেহেনা বেগম অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে এলাকার জামাল মাস্টারসহ কতিপয় লোকজনের সাথে তাদের দ্বন্দ্ব চলছে তারাই তার ছেলেকে পানিতে ফেলে মেরে ফেলেছে।
এ ব্যাপারে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৭/ ই জাহান