৩ বছরেও শেষ হয়নি ঝালকাঠি পৌর শহরের প্রধান সড়কের সংস্কার কাজ। ফলে জন দুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে। ড্রেনের নোংরা পানি রাস্তায় এসে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
গুরুত্বপূর্ণ এ সড়কের দু পাশে রয়েছে হাসপাতাল, কালেক্টরেট কার্যালয়, পুলিশ অফিস, আদালত, ফায়ার সার্ভিস, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অফিস। কবে নাগাদ এ সড়কের কাজ শেষ হবে তা পৌর কতৃপক্ষও জানাতে পারেনি।
ঝালকাঠির জেলা শহরের প্রবেশ মুখ গুরুধাম ব্রীজ থেকে সাধনার মোড় পর্যন্ত দূরত্ব মাত্র এক কিলোমিটার। শহরের এই প্রধান সড়কটির সংস্কার কাজ চলছে তিন বছর ধরে। এতোদিন রাস্তা ভাঙ্গাচোরা হলেও বৃষ্টি না হলে শুকনা থাকত ফলে কষ্ট করে হলেও চলাচলা করা যেত। কিন্তু প্রায় এক বছর আগে এই সড়কের এক দিকের ড্রেন নির্মান শুরু হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। ড্রেনের নোংরা দুর্গন্ধময় পানি রাস্তায় নেমে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা।
ঠিকাদার কর্তৃপক্ষ অত্যন্ত ধীরগতিতে রাস্তার চেয়ে উচু করে ড্রেন নির্মান করলেও সংশ্লিষ্ট কর্তপক্ষের নজরদারি নেই। নির্মাণ সামগ্রী রাস্তার মধ্যে ফেলে রাখায় যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। মেয়রের পুত্র ঠিকাদার হওয়ায় এ অবস্থা হয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু এই সড়কটিই নয় শহরের বেশিরভাগ সড়কের হাল একই রকম। কবে এর থেকে পরিত্রাণ মিলবে তা কেউ জানে না।
এ ব্যাপারে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ জামান স্বপন জানিয়েছেন, সড়কগুলো সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ড্রেন নির্মান কাজ শুরু হয়েছে। শিগগিরই এসব সমস্যার সমাধান হবে।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৭/ ই জাহান