চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মাহফুজুর রহমান সিকদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকালে জেলার রাউজান উপজেলার চৌধুরী ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রাঙ্গুনীয়া উপজেলার রাজারহাট এলাকার মৃত এরশাদ সিকদারের ছেলে।
রাউজান হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রবিবার সকালে একটি দ্রুতগতির মাইক্রোবাস মাহফুজুরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ