স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অভাগী ছাত্রীদের যারা নির্যাতন করছে তাদের বিচার হবে। কাউকে ছাড় দেয়া হবে না। সে সমাজের কোটিপতি হোক, আর যতবড় শক্তিশালী হোক তার বিচার হবেই। রবিবার বিকেলে ফেনীতে কৃষক লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভিশন ২০৩০ হাস্যকর মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বিএনপি অতীতে নির্বাচনে না গিয়ে ভুল করেছে, এবার আর ভুল করবে না। তারা অনেক জ্বালাও-পোড়াও করেছে। তারা এবার নির্বাচনে আসবে। সময়মত নির্বাচন হবে।
তিনি আরও বলেন, দেশি ও আন্তর্জাতিক বহু ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তা প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করেছেন। উপস্থিত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিশ্বের চতুর্থতম নেত্রী। আমরা এদেশে টেরোরিস্ট নিয়ন্ত্রন করতে পেরেছি। আমরা নির্মূল করছি তা বলিনি। আজ বিশ্ববাসী বলে অল টেরোরিস্ট ইজ মুসলিম। কেন বলে? মুসলমানরা সন্ত্রাসীদের খপ্পরে পড়ে গেছে।
কৃষক লীগের ফেনী জেলা সভাপতি জামাল উদ্দিন ছুট্টুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহের হোসেন মোল্লা, আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। সম্মেলনে এবিএম সেলিমকে আগামী তিন বছরের জন্য ফেনী জেলা সভাপতি ও আশ্রাফুল আলম গীটারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও একইদিন সন্ধ্যায় ফেনীর মিজান ময়দানে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ