বাগেরহাটের রামপাল উপজেলার একটি বাগান থেকে সুন্দরবনের চারটি চিত্রা হরিণের মাথাসহ ৮৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে রামপালের বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের জনৈক মহব্বত আলী শেখের বাগানে অভিযান চালিয়ে বন বিভাগ ও পুলিশ পলিথিনের ব্যাগে বরফ দেওয়া অবস্থায় এগুলো উদ্ধার করে। একই সময়ে পাশের একটি খাল থেকে চোরা শিকারিদের ব্যবহৃত সুন্দরবনে ঢোকার অনুমতি (বিএলসি) রয়েছে এমন দুইটি নৌকা জব্দ করা হয়।
তবে অভিযানকালে হরিণ শিকারি বা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ ও বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মো. শমসের আলী বলেন, উদ্ধারকৃত হরিণের মাথা ও মাংস বাগেরহাটের বিচারিক আদালতের হাকিম সিরাজুল ইসলাম গাজীর নির্দেশে ধ্বংস করা হয়েছে।
সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মেহেদীজ্জামানের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি তেলে-বেগুনে জ্বলে ওঠেন। বলেন, 'আপনি কি আমাকে সন্দেহ করছেন?' উদ্ধার হওয়া হরিণের মাংস ও মামলার বিষয়ে করা প্রশ্নেরও কোন উত্তর দেননি তিনি।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, অভিযানকালে জব্দকৃত নৌকা থেকে বন বিভাগের দেওয়া দুইটি বিএলসি পাশ পাওয়া গেছে। পাশ দুটি বারুইপাড়া গ্রামের মৃত শেখ আ. গনির ছেলে শেখ নজরুল ইসলাম এবং পিরোজপুরের পারেরহাটের টগরা গ্রামের ইয়াকুব হাওলাদারের ছেলে মহারাজ হাওলাদারের নামে। ওই দু’জনসহ মোট তিন জনের নামে বন আদালতে মামলা দায়ের করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ