চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরছর গ্রামের সুশান্ত বড়ুয়া (৭) এবং চৈতি বড়ুয়া। জন্মগতভাবে এক পিতার দুই সন্তানই ‘এইচবিইবি’ নামক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে প্রতিমাসে তাদের প্রয়োজন হয় এক ব্যাগ করে রক্ত। কিন্তু দরিদ্র পিতা অমল বড়ুয়ার পক্ষে একই সঙ্গে দুই সন্তানের চিকিৎসার ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না। এ ব্যাপারে সমাজের হৃদয়বান এবং বিত্তশালীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছে তাদের পিতা অমল বড়ুয়া। সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নম্বর: ০১৮৬৩ ৩৫৬৭৬৭।
বিডি-প্রতিদিন/এস আহমেদ