পেশায় হকার বাবার উপার্জন দিয়ে কোনোরকমে চলতো পাঁচ সদস্যের পরিবার। হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় পরিবারে নেমে আসে বিপর্যয়। শয্যাশায়ী হয়ে পড়েন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বভাবতই সংসারের ভার গিয়ে পড়ে পরিবারের বড় ছেলে এবং এসএসসি পরীক্ষার্থী আশিক আলীর ওপর।
তখন থেকেই সংগ্রাম শুরু। একদিকে পত্রিকা বিক্রি করে সংসার চালানো, অন্যদিকে বাবার চিকিৎসা ও নিজের পড়াশোনা। এভাবে সারাদিন পত্রিকা করেও ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ অর্জন করে। ইংরেজি ছাড়া সব বিষয়ে এ প্লাস। এখনো চরছে তার কঠোর জীবন সংগ্রাম। এসএসসিতে ভালো ফলাফল করলেও টাকার অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার কলেজে ভর্তি হওয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, আশিক আলীর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের প্রত্যন্ত বাদুড়িয়া গ্রামে। বাবা আহসান হাবিব পত্রিকার হকার ছিলেন। সে আয় দিয়ে চলতো পাঁচ সদস্যের সংসার। আশিকের দুই ভাইয়ের মধ্যে একজন চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে, অন্যজনের বয়স দেড় বছর। বাবা অসুস্থ হওয়ায় এখন তাকেই প্রতিদিন পত্রিকা বিক্রি করতে হয়।
প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে ওঠেই দীর্ঘপথ পেরিয়ে এজেন্টের কাছ থেকে পত্রিকা নিয়ে বিলি করতে বেরিয়ে পড়ে আশিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের বিভিন্ন মেস এবং কাটাখালি বাজারে পত্রিকা বিক্রি করেই এখন কোনো রকমে চলছে তাদের সংসার।
'এসএসসি পরীক্ষার ৩-৪ মাস আগে বাবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বাবা যখন সুস্থ ছিলেন তখন পত্রিকার গ্রাহক সংখ্যা বেশি ছিল। কিন্তু এখন গ্রাহক সংখ্যা কমে গেছে। ২০ হাজার টাকা দিয়ে অন্যের জমি বর্গা নেয়া হয়েছিল। বাবার চিকিৎসার জন্য সেটা ছাড়তে হয়েছে। ফলে সংসার চালানো যেমন কষ্টকর, তেমনি কলেজে ভর্তি হওয়ার খরচ জোগাড় করাও অনিশ্চিত হয়ে পড়েছে'- বলতে বলতে হতাশা ঝরে পড়ে আশিক আলীর কণ্ঠে।
ছেলের এমন সাফল্যের পরও শঙ্কিত হয়ে আশিকের বাবা আহসান হাবিব জানান, ছেলেকে ভালো কলেজে ভর্তি করাতে চাই। কিন্তু ভর্তির এতো টাকা পাব কোথায়? ওর স্বপ্ন, আমাদের স্বপ্ন পূরণের বড় বাধা অর্থ। ’ সমাজের সহৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেন তিনি।
হঠাৎ বাবার অসুস্থতায় আশিকের আকাশছোঁয়া স্বপ্নগুলো মলিন হয়ে গেছে। 'বড় হয়ে কী হতে চাও?'- এমন প্রশ্ন নিরবতা ভাঙতে পারে না তার। আশিকের এখন একটাই চিন্তা, সে কি কলেজে ভর্তি হতে পারবে?
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা