সংসদে বাজেট পেশ হওয়ার কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সার্ভার বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকে হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের সব কার্যক্রম বন্ধ ছিল। এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ২ দিন ধরে পণ্যবাহী ট্রাকগুলোকে ডেমারেজ হিসেবে বাড়তি ভাড়া দিতে হয়েছে। বন্দরে আটকা পড়েছে দু'শতাধিক ট্রাক। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে আমদানিকারকরা।
জানা গেছে, বাজেট পেশ করার দিনে হিলি স্থলবন্দর শুল্কস্টেশনে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট, পণ্যের পরিক্ষণ, শুল্কায়ন ও পণ্য ডেলিভারি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় জিম্মানামা নিয়ে বন্দর থেকে পেঁয়াজ ছেড়ে দেওয়া হচ্ছে। বন্দরের ভেতরে আটকা পড়ে রয়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। তবে হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের মাঝে আমদানি রফতানি কার্যক্রম চালু রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো.হারুন উর রশীদ হারুন বলেন, বৃহস্পতিবার সংসদে আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট অধিবেশন হওয়ার কারণে হিলি স্থলবন্দর শুল্কস্টেশন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে ব্যবসায়ীদের অনুরোধে কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় ৩শ' টাকার স্টাম্পে জিম্মানামা নিয়ে শুধু পেঁয়াজবাহী ট্রাকগুলো বন্দর থেকে ছাড় দিচ্ছেন। তবে অন্যান্য পণ্য ছাড়ানো বন্ধ রেখেছেন।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ভারপ্রাপ্ত ম্যানেজার অসিত কুমার স্যান্নাল জানান, বুধবার আমদানিকৃত ১৮১ ট্রাক পাথর, চাল, খৈলসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আটকা পড়ে আছে। এর উপরে বৃহস্পতিবার প্রায় ২শ' ট্রাকের মতো পণ্য বন্দরে প্রবেশ করে। তবে পেঁয়াজের ট্রাকগুলো ছাড় দেওয়া হয় এবং বন্দরের ভেতরে প্রায় ২শ' পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৭/হিমেল