ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর কালামপুর এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার ও মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হয়। আর আহত হয় অন্তত ১০ জন। পরে ধামরাই ফায়ার সার্ভিসে কমিরা এসে আহতদের উদ্ধার করে ধামরাইর একটি হাসপাতালে ভর্তি করে। এদিকে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ নিহত প্রাইভেট কার চালকের লাশ উদ্ধার করেছে। এসময় মহাসড়ক ৩০মিনিট যান চলাচল বন্ধ থাকে।
এদিকে আশুলিয়ার কবিরপুর বাসষ্ট্যান্ড এলাকার লেগুনা পরিবহনের হেলপার গাড়ী থেকে পড়ে বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। গাড়ী চালক ও লেগুনা আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার ধামরাই ও আশুলিয়ার থানার পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশিচত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চালক বেপোয়ারা গতিতে গাড়ী চালিয়ে আসছিল। এ কারনে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে লেহুনার হেলপার মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
বিডি-প্রতিদিন/ ১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬