চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার সকালে মাইক্রোবাস চাপায় মোহাম্মদ এলাহী (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। উপজেলার সোনাইছড়ির জোড়আমতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস এলাহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত এলাহী কুমিল্লা জেলার বাসিন্দা।
বিডি-প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ