মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর চলমান নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর মুজিবনগর থানার মোনাখালি শিক্ষা উন্নয়ন সংঘ।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে মোনাখালি শিক্ষা উন্নয়নের সহ-সভাপতির নেতৃত্বে মেহেরপুর মেুজিবনগর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধ করার দাবি জানানো হয়। মানববন্ধনে মোনাখালি ইউনিয়নের শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ