ফরিদপুরের সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দী গ্রামে শুত্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোঃ আমিনুল ইসলাম (চুন্নু) এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতরি ঘটনা ঘটেছে।
বাড়ির গৃহকর্তা আমিনুল ইসলাম (চুন্নু) জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০/১২ জনের মুখোশধারী ডাকাত দলটি সুকৌশলে ঘরের দরজার টিন কেটে ডাসা খুলে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে গৃহকর্তা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মোঃ আমিনুল ইসলাম (চুন্নু)কে রশি দিয়ে বেঁধে রেখে এবং গৃহকর্ত্রী পারভীন আক্তার ও পুত্র পিয়ালের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। ডাকাত দলটি ঘরের আলমারী ও শোকেসের তালা ভেঙ্গে মোবাইল সেট, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে একটি মাইক্রোবাসে করে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে গৃহকর্ত্রী পারভীন আক্তার জানান, ডাকাত দল ডাকাতি করে যাওয়ার সময় আমাদেরকে হুমকি দেয়, যদি এ ব্যাপারে থানা পুলিশ করা হয় তাহলে তোদের সন্তান পিয়ালকে স্কুলে যাওয়া আসার সময় খুন করা হবে। ফলে এখন পর্যন্ত থানায় ডাকাতি সম্পর্কে জানানো হয়নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশিদ জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
বিডি-প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ