নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম উপজেলার বান্ধাইখাড়া উত্তরবিল ডাঙ্গিপাড়া গ্রামের মৃত. ফয়েজ উদ্দিন (সুটকা মিস্ত্রির) ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বান্ধাইখাড়া পুরাতন ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ফার্নিচারের ব্যবসা করে আসছিলো। প্রতিদিনের মত আজ শনিবার সকালে তার ফার্নিচারে দোকানে কাজ করার এক পর্যায়ে দুপুর ২টার দিকে যন্ত্রপাতিতে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা বলেন, নিহত শহিদুল ইসলাম তার নিজ ফার্নিচারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৭/হিমেল