রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ হেলাল ওরফে কানা হেলাল ( ৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নিজ বাড়ি থেকেই তাকে আটক করা হয়।
আটক হেলাল উপজেলার চকমোক্তারপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, হেলাল অস্ত্র এবং মাদকের ব্যবসা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘরের খাটের কোণ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে হেলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম