রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, সকালে নদীপাড়ে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, নদীর পানিতে লাশটি ভেসে এসেছিল।
ওসি জানান, লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। না পাওয়া গেলে অজ্ঞাত লাশ হিসেবে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফন করা হবে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান গোদাগাড়ী থানা পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ