স্বামীর আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে ব্রাহ্মণবাড়িয়ায় ঋতু আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার বাহার মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় ঋতুর মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, 'আরে খোকার সাথে মাটি দিবেন। আমি খোকারে ছাড়া থাকতে পারমোনা, বিদায়’।
ঋতু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উচ্চগ্রাম গ্রামের নজরুল ইসলামের ছেলে খোকা মিয়ার স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দু’জনই রাজধানীর উত্তরায় একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সোমবার বিকেলে রাজধানীর দক্ষিণখান এলাকার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ঋতুর স্বামী খোকা মিয়া (২০)। মঙ্গলবার বিকেলে মরদেহটি উদ্ধার করে খোকার নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় দাফন করা হয়। পরে মঙ্গলবার রাতে স্বামীর এমন আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে ঋতু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি।
তিনি বলেন, মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল