'রাঙামাটির পর্যটন ব্যবস্থাকে মেগা প্রকল্পের মাধ্যমে দ্রুত আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, পাহাড় ধসের পর রাঙামাটি পর্যটন শিল্প স্থবির হয়ে পরেছে। তাই পর্যটন খাতে লাভের চেয়ে লোকশান গুনতে হচ্ছে অনেক গুন। মানুষের কাছে রাঙামাটি পর্যটন শিল্পকে আবারও আকর্ষনীয় করে তুলতে পর্যটন স্পটগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলানায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বৃষ কেতু চাকমা এসব কথা বলেন। সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পর্যটন কর্পোরেশনের মহা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দিন আকবর, অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙামাটি পর্যটন ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রমুখ।
তিনি আরো বলেন, রাঙামাটি পরিষদের পক্ষ থেকে সোয়া ১২শ' কোটি টাকার মেগা প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে আগামী বছরে প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে রাঙামাটির পর্যটন শিল্পের চিত্র বদলে যাবে। আর দেশী-বিদেশী পর্যটকদের কাছেও পর্যটন স্পটগুলোর প্রতি আকর্ষণ অনেক গুন বেড়ে যাবে।
বৃষ কেতু চাকমা বলেন, বৈচিত্রময় পাহাড়, ঝর্ণা আর হ্রদ বেষ্টিত এ অঞ্চল পর্যটন খাতে অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী পর্যটন ব্যবস্থাকে আধুনিকায়ন করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য রাঙামাটি সেরা স্থান হিসেবে নির্বাচিত হবে। তাই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পর্যটন শিল্প বিকাশে অধিকতর গুরুত্ব দিচ্ছে। তিনি স্থানীয় পর্যটনের উৎসাহ বাড়তে দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্রে গড়ে তোলারও পরামর্শ দেন। পার্বত্য রাঙামাটির অর্থনীতি পর্যটনকে কেন্দ্র করে আরো উন্নত হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
এ আগে সকাল ৯টায় রাঙামাটি শহীদ মিনার চত্বরে পর্যটন দিবসের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিষ্টিটিউটে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল