কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় মিজানুর রহমান ওরফে বড় মিজানকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বুধবার পুলিশ তাকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাকে শোলাকিয়া জঙ্গি হামলা মামলায় শ্যোন এ্যারেস্টের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আসামি বড় মিজান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারদিঘা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, মিজান ঢাকার গুলশানে জঙ্গি হামলা মামলারও আসামি। গুলশান হামলা মামলায় তিনি ঢাকার কারাগারে বন্দি ছিলেন। শোলাকিয়া জঙ্গি হামালা মামলায় বুধবারই তাকে কিশোরগঞ্জে আনা হয়। এ মামলায় এর আগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর ভূতমারা গ্রামের মৃত মাওলানা ওসমান গণির ছেলে রাজীব গান্ধী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। স্বীকারোক্তিতে তিনি শোলাকিয়ায় জঙ্গি হামলার মদদদাতা, অস্ত্রদাতা, অর্থদাতা ও আশ্রয়-প্রশ্রয়দাতাদের নাম পরিচয় প্রকাশ করেন। রাজীব গান্ধী নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধানের দায়িত্বও পালন করছিলেন বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, গত বছর ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য, স্থানীয় এক গৃহবধূ ও এক জঙ্গি নিহত হয়।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব