বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের রজব আলীর ছেলে।
বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, মোটরসাইকেল নিয়ে উক্ত স্থান দিয়ে মহাসড়কের একপাশ থেকে আরেক পাশে পার হচ্ছিলেন শফিকুল ইসলাম। এসময় ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল চালককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন