পটুয়াখালী জেলার কলাপাড়ায় বজ্রপাতে নজরুল ইসলাম (৩৫) নামের এক কৃষক মারা গেছেন।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় তিনি বজ্রপাতে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।
তাকে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা বজ্রপাতে নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে একজন কৃষক। ঘটনার সময় গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান