বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার সকালে বগুড়া শহরে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯ টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে, বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে র্যালিতে এসময় আরো উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের কর্মকর্তা সৈয়দ তরিকুল ইসলাম, ছালেম শেখসহ মম ইন রিসোর্ট, টিএমএসএস ট্রাভেলস্ এন্ড ট্যুরিজম এর কর্মকতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে র্যালীটি শেষ হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন