বগুড়ার হত্যা মামলার আসামি বহিষ্কৃত যুবলীগ নেতা মতিন সরকারকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মুহা: ইমদাদুল হক এর আদালতে হাজির হয়ে হত্যা মামলায় জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক তা’ না মঞ্জুর করে আব্দুল মতিন সরকারকে জেল হাজতে পাঠাবার আদেশ প্রদান করেন।
আব্দুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং শহরের চক্রসুত্রাপুরের মজিবর রহমানের ছেলে। মতিন সরকারের ভাই আলোচিত নারী নির্যাতনকারি তুফান সরকার।
মামলা সুত্রে জানা গেছে, বগুড়া শহরের চকসুত্রাপুরের আবু নাসের উজ্জল (২৮) ২০০১ সালের ২৮ অক্টোবর বিকালে একটি বাঁশঝাড়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়। খুনের ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। ২০০৮ সালের ৬ ডিসেম্বর এই মামলার চার্জশীট আদালতে দাখিল করেন বগুড়া সদর থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাক। চার্জশীটে অন্যতম আসামী হলেন নারী নির্যাতনকারি তুফান সরকারের ভাই আব্দুল মতিন সরকার। মামলা দায়েরের পর মতিন সরকার গ্রেফতার হলেও পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।
২০০৮ সালের জুলাই মাসের ২৯ তারিখে তার জামিন বাতিল হয়। এরপর ২০০৯ সাল থেকে সে পলাতক ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হয়। পলাতক থাকার পর বুধবার সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন এবং জামিন না মঞ্জুর হয়।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার উজ্জল হত্যা মামলায় মতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল। সেই হত্যা মামলায় বুধবার সে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।
আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন এড. এহসানুল হক বাবু ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি এড. রেজাউল হক।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান