ফরিদপুরের কোতয়ালী থানার ব্রাম্মনকান্দা এলাকার একটি বাড়ি থেকে পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ৭ ক্যান বিয়ার উদ্ধার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিক্তিতে আজ ব্রাম্মনকান্দার জনৈক আরাফাত হোসেন জুয়েলের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, পিস্তলের ৭ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ২টি চাপাতি, ২টি ছুরি এবং ৭ ক্যান বিয়াল উদ্ধার করা হয়। র্যাবের অভিযান টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আরাফাত হোসেন জুয়েল।
র্যাব জানান, আরাফাত হোসেন জুয়েল একজন পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় র্যাবের পক্ষ থেকে ফরিদপুর কোতয়ালী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার